নিউজটি শেয়ার করুন
ঢাকার ধামরাইয়ের বড়চন্দ্রাইল এলাকার একটি ইটের স্তুপের পাশ থেকে এক নারীর খণ্ডিত নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের উপরের অংশ না পাওয়ার তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, ধামরাইয়ের বড়চন্দ্রাইল এলাকার ইটের স্তুপের পাশে মঙ্গলবার দুপুরে নারীর পেট থেকে নিচের অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহের নিচের অংশ উদ্ধার করে।
ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ জানান, মরদেহের একাংশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।