অনলাইন ডেস্ক :
যশোর শার্শার শ্যামলা গাজী এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ১২ জানুয়ারি বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার মোঃ আকবর আলী এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানে শার্শার শ্যামলা গাজী গ্রামস্থ পাকা রাস্তা থেকে একটি মোটরসাইকেল আরোহীকে সন্ধেহজনক তল্লাশীর জন্য থামানো হয়।
তার দেহ তল্লাশী করে আসামীর প্যান্টের পকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১.১৬৫ কেজি ওজনের ১০ টি স্বর্ণের বার এবং ০১ টি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়।
যার মূল্য প্রায় কোটি টাকা।
বিজিবির আটককৃত আসামী হলেন ইসমাইল হোসেন (৩৮), পিতা মৃত জব্বার মিয়া।
উল্লেখ্য, উক্ত আসামী স্বর্ণগুলো ঝিকরগাছা থানাধীন লাউজানি বাজারের পার্শ্বে রেলগেইট হতে এনে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল গমন করছিল। আটককৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য বিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা। আটককৃত স্বর্ণের বারসহ আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।