অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৈপাল এলাকায় সড়কে ঈদগাহ্ কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তারা মোটরসাইকেলে করে হোসেনাবাদ থেকে তারাগুনিয়ার দিকে যাচ্ছিলেন।
পিছন থেকে মাটি ও বালি টানা ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৭৩৮) ধাক্কা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এরপর ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, নিহত দুজন হলেন কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত আলী (৩০) ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন মালিথা (৩৫)। তারা একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন।
আরও পড়ুন:
ঈশ্বরদীতে নসিমন-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
ওসি জাবীদ হাসান আরো জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
এছাড়াও ট্রাকটি একটি ব্যাটারি চালিত পাখি ভ্যানের পেছনেও ধাক্কা দেয়। ভ্যানের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।