এস.এম সুমন,মোহনপুরঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে কর্মরত গ্রামপুলিশ ( দাফাদার) মো.মোজাহার আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮)। তিনি উপজেলার পোল্লাকুড়ি গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
নিহত মো.মোজাহার আলীর পারিবারিক সূত্রে জানা গেছে,সোমবার(০৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বাড়িতে স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার(০৯নভেম্বর)সকাল ১১টার দিকে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন,ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. দেলোয়ার হোসেন, ধুরইল ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. কাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান খন্দকার মো. রবিউল ইসলাম,ইউ.পি সচিব মো. রাকিবুল ইসলাম, জেলা গ্রাম পুলিশের সভাপতি মো. আতাউর রহমান, ইউপি সদস্য মো.আলমগীর হোসেন প্রমুখ।