নিউজটি শেয়ার করুন
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই নারীরা হলেন- দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) এবং আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫)।
জানা গেছে, উপজেলার দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা বেগম বিকেলে তাদের পার্শ্ববর্তী আব্দুল মোতালেবের বাড়িতে মুরগী খুঁজতে যান।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাব্বির আহাম্মেদ জানান, দুজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।