চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে উৎস বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থাপনায় পৌর পরিচ্ছন্নতা কর্মীদের করনীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপি-৩ , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহযোগিতায় বুধবার সকালে পৌরসভা হলরুমে নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্ভোধন ঘোষনার মাধ্যমে এই প্রশিক্ষণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক. আঞ্চলিক সমন্বয়কারী ইউজিআইআইপি-৩ অখিল রঞ্জন বিশ্বাস, ইউজিআইআইপি সিডিএ নীলকান্ত সরদার,মহিলা কাউন্সিলর তামিয়েননেছা, ফিরোজা বেগম, রানী বেগম, ১ নং ওর্য়াডের কাউন্সলির খোদা বক্র,৮নং ওর্য়াডের পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৬নং ওর্য়াডের আজাদ আলী,৭নং ওর্য়াডের আব্দুর রাজ্জাক লিটন, ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাসুদ রানাসহ কর্মীবৃন্দ।