নিউজটি শেয়ার করুন
সুমন শান্ত মোহনপুর:
রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ ৫ জনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। এসময় ৫ জন পৃথক পৃথক আসামির নিকট হতে মোট ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, আতানারায়নপুর গ্রামের বজলুর রহমানের ছেলে পারভেজ রেজা রয়েল (২৬), ঘাসিগ্রামের মৃত ময়েজ মন্ডল ছেলে আফজাল হোসেন (৩৭), আতানারায়নপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সবুর (৩০), হাটতৈর গ্রামের মেহার আলীর ছেলে বকুল (২৬), পুরান তাহেরপুর গ্রামের সিরাজ আলীর ছেলে সেলিম রেজা, কালিগ্রামের গাইবুল্লাহ ছেলে শরিয়ত (৫০), রায়ঘাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে দেলোয়ার হোসেন। এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।