নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামীলীগ।
আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের এর অন্তভুক্ত সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।
সমাবেশে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ধর্ষণ সংস্কৃতির প্রবর্তক বিএনপি-জামায়াত। বিএনপি ক্ষমতায় থাকাকালিন অনেক নারী ও শিশু ধর্ষণ হয়েছে। কিন্তু তাদের কোন বিচার হয় নি। ধর্ষকের কোন দল নেই, ধর্ষক অপরাধী। তাই অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ধর্ষকদের গ্রেফতার করেছেন ও তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিবেন।
মোঃ ডাবলু সরকার বলেন, দেশ যখন মহামারি কাটিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক এই সময় বিএনপি-জামায়াত দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করেছেন। ইতিমধ্যে যেসব ধর্ষকদের গ্রেফতার করা হয়েছে, তাদেরও বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। কাজেই ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে যারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।