রাজশাহী নিউজ টুডে
৮ দিন পরে উদ্ধার হলো পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বেসকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২২) ও স্কুলছাত্র রিমনের (১৪) মরদেহ। আজ শনিবার (০৩ অক্টোবর) সকাল ৮ টায় রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্খলেই সকালে মরদেহ দুটি ভেঁসে উঠে। স্খনীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এনিয়ে পুলিশ ব্যবস্থাগ্রহণ করবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১৩ জনের মধ্যে দুজন শিক্ষার্থী নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ’র তৃতীয় বিভাগের শিক্ষার্থী ও অষ্টম শ্রেণি ছাত্র রিমন (১৪)। এই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে রাজশাহী নৌ-পুলিশ।