অনলাইন ডেস্ক
নতুন বছরে চুলের কেমন রঙ কাড়বে নজর? চোখের সাজেই বা প্রাধান্য পাবে কী? ২০২৩ সালজুড়ে দোর্দণ্ড প্রতাপে কোন কোন বিউটি ট্রেন্ড টিকে থাকবে সেটা জানাচ্ছে ভোগ ম্যাগাজিন।
চুলের সাজে উষ্ণ রঙগুলো চলবে বছরজুড়ে। প্রাকৃতিক রঙের শেড পছন্দ করবেন তরুণরা।
ফেস ও বডি জুয়েলারি জনপ্রিয় হয়ে উঠবে চলতি বছরে। পাথর দিয়ে চোখ, ঠোঁট ও ভ্রু সাজানো কিংবা থ্রিডি নেইল আর্ট নজর কাড়বে বছরজুড়েই।
চোখের সাজে উল্লেখযোগ্য হয়ে উঠবে আইলাইনার। মোটা লাইনে বা দুই লাইনের আইলাইনারে চোখ সাজানোর ট্রেন্ড হয়ে উঠবে জনপ্রিয়।
বেশ কয়েক বছর মোটা ভ্রুর চল থাকলেও এ বছর চিকন ভ্রুর ট্রেন্ড ফিরে আসবে।
মেকআপে নজর কাড়বে নরম রঙ। এছাড়া মেটালিক গ্লিটারও থাকবে সাজে।