নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসন জোন-৭ কাউন্সিলর উম্মে সালমা, ১৯ নম্বর ওয়ার্ড সচিব নূরুল ইসলাম ফয়সাল, স্বাস্থ্য সহকারী মোঃ আলম শেখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মোট ২৪ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এসময় কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আপনারা নিজেরা সুরক্ষিত থেকে সেবা কার্যক্রম পরিচালনা করবেন।
সবাইকে করোনা পরিস্থিতি মাথায় রেখে মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন করতে হবে।#