রাজশাহী নিউজ টুডে:
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ১৯ নম্বর ওয়ার্ডে সকাল ১০ টায় শিরোইল কলোনি ইন্ডিপেনডেন্ট স্কুল প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এ সময় জানানো হয়, আজ (৪অক্টোবর) থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে মহানগরীতে মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে রাজশাহী নগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছে।
১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, শিশুদের শারীরিক, মানসিকভাবে সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে পুষ্টিকর খাবার প্রয়োজন। এরই পাশাপাশি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর নগর পিতা সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সার্বিক উদ্যোগে গোটা নগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। তার ধারাবাহিকতায় আজ ১৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হলো। আমি আমার ওয়ার্ডের সকল স্বাস্থ্যকর্মীকে নিয়ে এই কার্যক্রমটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, শামীম হোসেন, টিম লিডার আলম শেখ,ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল,স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম, সাহানা খাতুন, আয়েশা খাতুন, রুনা লায়লা,নাজনীন প্রমুখ।