বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১০০ বছরে এই প্রথম পিছিয়ে গেল জমকালো রিও কার্নিভাল

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক

গত ১০০ বছরে যা হয়নি, দু’‌টো প্রাণঘাতী বিশ্বযুদ্ধ যা করতে পারেনি, এবার সেটাই করে দেখালো প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১০০ বছরে এই প্রথমবার পিছিয়ে দেওয়া হল ব্রাজিলের বিখ্যাত রিও এর কার্নিভাল।

করোনার মহামারীর কারণে ভিড় এড়াতে এই কার্নিভাল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই এত বড় কার্নিভাল নিরাপদে করা সম্ভব নয়, এমনটাই জানিয়েছে আয়োজক রিও-র লিগ অফ সাম্বা স্কুল LIESA।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোর এই কার্নিভাল পৃথিবী বিখ্যাত। গোটা বিশ্ব থেকে বহু মানুষ ভিড় করেন এই সৈকতশহরে। মূলত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু বর্তমানে এখনও করোনার ভ্যাকসিন বাজারে আসেনি। প্রতিদিন সেদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের দিক দিয়ে বিশ্বে তৃতীয়স্থানে ব্রাজিল। আর তাই কোনো রকম ঝুঁকি নিতেই রাজি নয় প্রশাসন থেকে শুরু করে আয়োজকরা। তবে কার্নিভাল পিছিয়ে দেওয়া হলেও কার্নিভাল স্ট্রিট পার্টিগুলি আয়োজিত হবে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

 

আসলে গোটা শহর জুড়ে কার্নিভালের সময় এই সব স্ট্রিট পার্টির আয়োজন হয়। ধারণা করা হচ্ছে, করোনা সংক্রমণের আশঙ্কায় সেগুলোর আয়োজনও বন্ধ রাখা হতে পারে।

প্রসঙ্গত, ১৭২৩ সাল থেকে শুরু হয়েছিল ব্রাজিলের বিখ্যাত এই কার্নিভাল। সেদেশের সংস্কৃতিকে মূলত তুলে ধরা হয় এই কার্নিভালের মাধ্যমে। তবে বহু মানুষের রুটি-রুজিও জড়িয়ে রয়েছে এই কার্নিভালের সঙ্গে। তাই অনেকেই এবার আর্থিক অনটনের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ব্রাজিলে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল গত ২৬ ফেব্র‌ুয়ারি। অর্থাৎ কার্নিভাল শেষের পরদিন। তারপর থেকেই সে দেশে দ্র‌ুত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত ব্রাজিলের করোনায় মৃতের তালিকায় ব্রাজিলের স্থান বিশ্বে দ্বিতীয়। সে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,৩৯,৮৮৩ জনের।

এই বিভাগের আরও খবর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ জুরি বোর্ডে আছেন যারা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ভূমিকা অনেক। চলচ্চিত্র শিল্পী-কুশলীদের জন্য এটি হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা। ফলে

সেন্সর বোর্ডে নতুন কমিটি, পাওয়া গেলো বিলুপ্তির ইঙ্গিত

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন সেন্সরের জাঁতাকলে পিষ্ট হয়ে বহু সিনেমা ডুবে গেছে অতল গহ্বরে। কিছু সিনেমা বছরের পর বছর ধরে শুধু ছাড়পত্রের অপেক্ষায় ঝুলে আছে।

প্রতিমন্ত্রীদের সঙ্গে উদযাপন, বুবলীর ভিডিও এবং অপুর নীরবতা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন বড় পর্দায় তার পাক্কা দুই যুগের উপস্থিতি। এরমধ্যে দেড় দশক ধরে দাপট বজায় রেখেছেন ইন্ডাস্ট্রিতে। একবিংশ শতকে দেশের সিনেমায় এটা বিরল

সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন ডেস্ক ‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। এমনই এক হুমকি ইমেলে পাঠানো হয় সালমান খানের উদ্দেশে। তার

এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তান সম্ভবা হওয়ায় আপাতত সিনেমা থেকে দূরে আছেন। গেল সপ্তাহেই ওমরাহ পালন করে এসেছেন তিনি। দেশে

যে ভিডিও উস্কে দিচ্ছে দীপিকা-রণবীরের সংসারে চিড় ধরার গুঞ্জন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক   বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘ দিন ধরেই সুখের সংসার করছেন এই তারকা দম্পতি। যতই চারিত্রিক বৈপরীত্য