রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
ঘরের মাঠে দুর্দান্ত এক জয় দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালকে হারিয়েছে ৪-০ গোলে। বার্সার খেলায় ফিরিয়ে এনেছে টিকিতাকার ঝলক। কিন্তু রোনাল্ড কোম্যানকে আসল পরীক্ষাটা দিতে হবে বৃহস্পতিবার রাতের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে। সেল্টা ধাঁধাঁর উত্তর খুঁজতে হবে কোম্যানের।
সেল্টা ভিগোর মাঠে গত পাঁচ মৌসুমে কোন জয় পায়নি বার্সেলোনা। এই পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেল্টার মাঠে ছয়বার খেলেছে কাতালানরা। তিন হারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে আরও তিনবার। এছাড়া গত মৌসুমে বার্সার শিরোপা হারানোর বড় দায় অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্সের।
এরনেস্তো ভালভার্দে-কিকে সেতিয়েনের বার্সা গত মৌসুমে অ্যাওয়ে ম্যাচ থেকে হারিয়েছে ২৫ পয়েন্ট। রোনাল্ড কোম্যানকে এর একটা উত্তর খুঁজে বের করতে হবে। ক্যাম্প ন্যুর বাইরে দেখাতে হবে পারফরম্যান্স। আর ওই কাজটা করতে কোম্যান আস্থা রাখছেন প্রথম ম্যাচের একাদশের ওপর। অবশ্য কোম্যান অপেক্ষায় আছেন মূল গোলরক্ষক মার্ক টের স্টেগানের ফেরারও।সেল্টা ভিগোও অবশ্য সেরা দল নিয়ে ঘরের মাঠে বার্সার মতো দলের বিপক্ষে নামতে পারছে না। তাদের দলে নেই সার্জিও আলভারো ও রুবেন ব্লাঙ্কো। ওই দুই গোলরক্ষকের ইনজুরির কারণে তরুণ ইভান ভিল্লারকে গোলবারের নিচে রেখে নামতে হবে সেল্টার।