নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে কদমতলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) এই খেলা অনুষ্ঠিত হয়।
রাজশাহী কাদিরগঞ্জ দড়িখরবোনা কবর খনন কমিটি ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে হাউজিং স্টেট মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। এসময় আরো উপস্থিত ছিলেন হাউজিংয়ে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান ও সমাজসেবক ফরিদ হোসেন আফনান সহজে স্থানে এলাকাবাসী উপস্থিত ছিল।
নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আব্দুল মোমিন বলেন, খেলাধূলা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মন ভালো থাকে। নিয়মিত খেলাধূলা কারীরা কখন মাদকের সাথে যুক্ত হবে না। সুস্থ থাকতে হলে খেলাধূলার বিকল্প নেই।