অনলাইন
পোর্ট সুদানে অবস্থানরত ৮৯ বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে স্থানীয় দূতাবাস। ওই দেশে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ইতোমধ্যে সৌদি আরবের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) বিকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার ২৬ জন বাংলাদেশিকে বদর এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা পাঠানো হয়েছে। এখন পোর্ট সুদানের ক্যাম্পে ৮৯ জন বাংলাদেশি আছেন। আমরা তাদের দ্রুত দেশে পাঠানোর চেষ্ঠা করছি।’
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশিকে সৌদি আরবের মিলিটারি বিমানে এবং দ্বিতীয় দফায় ৫৬০ জনকে বাংলাদেশ সরকারের নিজস্ব খরচে আকাশপথে জেদ্দায় নিয়ে আসা হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে যারা দেশে যাওয়ার জন্য পোর্ট সুদানে আসছেন, বা এখনও যারা যাওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না, তারা তুলনামূলকভাবে স্বচ্ছল এবং প্রধানত ব্যবসায়ী। এখন যারা ফেরত যাচ্ছেন, তাদের এখানে সব কিছু আছে, কিন্তু তারা সবাই বাস্তবে খালি হাতে ফেরত যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমার ধারণা, এখনও একশ’ বা দেড়শ’ বাংলাদেশি খার্তুম বা দেশটির অন্যান্য জায়গায় আছেন এবং ফেরত যাওয়ার বিষয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না। এছাড়া এখানে অল্প সংখ্যক বাংলাদেশি আছেন— যারা সুদানের নাগরিককে বিয়ে করেছেন। তারা তুলনামূলকভাবে কিছুটা নিরাপদে আছেন বলে মনে হচ্ছে।’