অনলাইন ডেস্ক:
ক্যাডার কর্মকর্তাদের ন্যায় এবার সুপারনিউমারারি পদ সৃষ্টি করে সহকারী সচিব পদে পদোন্নতি চান সচিবালয়ে কর্মরত প্রশাসনিক এবং ব্যক্তিগত কর্মকর্তারা (এওপিও)। বুধবার সচিবালয়ে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা সভা থেকে অন্যতম এই দাবিসহ সরকারের কাছে ৯ দফা দাবি জানানো হয়।
দুপুরে সচিবালয় সমবায় সমিতির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খাইরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান মজুমদার, অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং অতিরিক্ত মহাসচিব মো. হেলাল উদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য নিলুফার আক্তার, মো. মোশফেক শাহ্, মো. জামশেদ আলম, আবদুল কুদ্দুছ, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবদুল হালিম মিঞা, শাহ্আলাম সরকার, মো. কলিমউল্লাহ, আবু সায়েম, আবদুল হক প্রমুখ।
সভা থেকে বলা হয়, কমপক্ষে ৫শ’ সুপারনিউমারারি পদ সৃষ্টি করে এওপিওদের সহকারী সচিব পদে পদোন্নতি দিতে হবে। শূন্যপদ ছাড়া ক্যাডার কর্মকর্তারা এভাবে পদোন্নতি নিতে পারলে তাদের কেন দেয়া হবে না। এ ছাড়া ইতোমধ্যে সৃষ্ট সহকারী সচিবের দেড় শতাধিক পদে দ্রুত পদোন্নতি দেয়ার জন্য জোর দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে বলা হয়, সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেলে প্রদান করতে হবে। দূর করতে হবে কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের বেতনবৈষম্য। ব্লকপদ বাতিলপূর্বক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি প্রদান করতে হবে। পেনশনের হার ২৩০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করাও সময়ের দাবি প্রভৃতি।