বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সমস্যার কথা শুনতে বাড়ি বাড়ি যান ১৯ নম্বর কাউন্সিলার সুমন

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

 

তখন সকাল সাতটা হবে। একাই এলাকায় ঘোরা ফেরা। উদ্দ্যেশ হলো এলাকার হাল-চাল নিজ চোখে দেখা। তাই সকাল সকাল মানুষের বাড়ি বাড়ি হাজির হন তিনি। বলছিলাম রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন‘র কথা। তিনি সাত সকালে পাড়া-পাড়া ঘুরে দেখছেন ওয়ার্ডবাসীর কার কি সমস্যা। এমন কর্মকাণ্ডে কুরিয়েছেন ওয়ার্ডর প্রশংসাও।

 

আজ শুক্রবার এটিই প্রথম দিন নয়। নির্বাচনে জয় লাভের পর থেকেই তিনি এমনটি করে আসছেন বলে স্থানীয়রা জানায়। তারা জানায়, ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সম্বভ হলে সেখানেই সমাধান করে দেন। তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার কথা শোনেন বাড়ি বাড়ি গিয়ে।

ওয়ার্ডের বাসিন্দারা জানান, কাউন্সিলর সুমন ভাই সারাদিন অনেক ব্যস্ত থাকেন। তাকে অনেক সময় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়না। পাওয়া গেলেও তার (সুমন) সাথে অনেক মানুষ বসে থাকেন। তাই মন খুলে কথা বলা যায় না। তিনি যখন সকলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার খবর নিতে আসেন, তখন অনেকেই মন খুলে কথা বলার সুযোগ পান। এটি কাউন্সিলর সুমনের অনেক বড় গুন। অনেকেই কাউন্সিলর হওয়ার পরে তাদের আর পাত্তা থাকে না। কিন্তু কাউন্সিলর সুমন ওয়ার্ডবাসীর সাথে উঠাবসা করেন, তাদের সুঃখ-সুখের কথা শোনেন।

জানা গেছে, এদিন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এলাকার অসুস্থদের খোঁজ খবর নেন। বিভিন্ন সমস্যা তাৎক্ষণিক সমাধান করার লক্ষ্যে সরেজমিনে ঘুরে দেখেন। এলাকার অসুস্থদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসা ও শারীরিক খোঁজ খবর নেন ও সাহায্য করেন। এছাড়া এলাকার রাস্তা, ড্রেন সচল রাখার জন্য এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসীর চাহিদা অনুসারে তাদের সাথে নিয়েই পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন কাউন্সিলর সুমন।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল, মনিরুল ইসলাম, আজিজুল ইসলাম,রেজু, সুপার ভাইজার মেরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় কাউন্সিলর সুমন উপিস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নের জন্য সকলের সমর্থন ও পাশে থাকা প্রয়োজন। অতি শিঘ্রই সকল উন্নয়ন কাজ শুরু হবে। ইতোমধ্যে ৯ কোটি টাকার রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। ৯ কোটি প্রাক্কলনে গত ৩০ আগস্ট টেন্ডার সম্পন্ন হয়েছে।

প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ছোটবনগ্রাম বাররাস্তা নতুন বাইপাস সড়ক থেকে পশ্চিমে গাঙ পর্যন্ত ড্রেন নির্মাণ সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন’র নির্দেশে অতি দ্রুত টেন্ডার আহব্বান হচ্ছে। এসকল উন্নয়ন সকলের কাছে দৃশ্যমান হবে বলে কাউন্সিলর অবগত করেন।

এই বিভাগের আরও খবর

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন১০ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ

দেশে ১৬.২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে : প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনদেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয়

শিল্প উৎপাদন ও পরিষেবা খাতে চাপে বাংলাদেশ: বিশ্বব্যাংক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনবিশ্বব্যাংক ব্যাংক বলছে, বাংলাদেশের শিল্প উৎপাদন ও পরিষেবা—এ দুই খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সরকার কয়েক মাস ধরে আমদানির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণমূলক

অক্ষয়ের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি

কুমিল্লায় গরমে অসুস্থ হয়ে ২৫ শিক্ষার্থী হাসপাতালে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনকুমিল্লার দাউদকান্দিতে গরমে অসুস্থ হয়ে ২৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে, চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ

কেউ প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব: রাজশাহীতে সিইসি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে

%d bloggers like this: