রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
টানা দুই ম্যাচ জয়ের পর এবার হারের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৮ রানে হেরেছে শাহরুখ খানের দল।
শারজায় টস হেরে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ আর শিখর ধাওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। ২৬ রানে ধাওয়ান আউট হলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসের অপরাজিত ৮৮ রান আর পৃথ্বী শর ৬৬ রানে দিল্লি সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২২৮ রান
লক্ষ্য তাড়া করতে নেমে বরাবরের মত ব্যর্থ হন সুনীল নারিন। শুভমান গিল আর নিতিশ রানা ৬৬ রানের জুটি গড়লেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা। অবশেষে লক্ষ্যের কাছে গিয়েও ২১০ রানে থামতে হয় দীনেশ কার্তিকদের। নাইটরাইডারদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে নিতিশ রানার ব্যাট থেকে