বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে জার্মানিকে রুখে দিল তুরস্ক (ভিডিও)

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

প্রীতি ম্যাচে জার্মানি বনাম তুরস্কের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ ফুটবলবিশ্ব।

৯০ মিনিটের যুদ্ধে জিতল না কেউ। তবে অনেকের মতে, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল তুলনামূলক কম শক্তিশালী দল তুরস্ক।

বুধবার রাতে প্রীতি ম্যাচে ৩-৩ গোলে ড্র হয়েছে জার্মানি বনাম তুরস্কের ম্যাচটি।

৬ গোলের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হতে যাচ্ছিল। যোগ করা সময়ে হঠাৎ গোল করে বসেন জার্মানির জুলিয়ান ড্র্যাক্সলার।

ফলে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

আর দ্বিতীয়ার্ধে নেমেই ৪৯ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন তুরস্কের ওজান তুফান।

৫৮ মিনিটে জার্মানির সমর্থকদের মুখে হাসি ফোটান জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান নেওহাস। এটি ছিল নেওহাসের অভিষেক ম্যাচ।

২-১ স্কোরলাইন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানি। ৬৮ মিনিটে এফেকান কারাকা জার্মানির জালে বল জড়িয়ে ২-২ সমতায় আনেন।

এবার ফের লিড নিতে মরিয়া হয়ে ওঠেন জোয়াকিম লোর শিষ্যরা।

৮১ মিনিটে সফল হন জার্মানির লুকা ওয়াডসমিত। ৩-২ গোলের ব্যবধানে শেষ হাসি ফুটছে জার্মানিরই– এমন ধারণাই করা হচ্ছিল।

কিন্তু তীরে এসে তরী ডোবানোর মতোই ঘটল ঘটনা। ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে তুরস্ক হয়ে গোল শোধ করে জার্মানি সমর্থকদের হাসি কেড়ে নেন কেনান কারামান।

স্কোরলাইনে যখন ৩-৩ গোল লেখা উঠতে না উঠতেই বাঁশি বাজান রেফারি।

ফলে তুরস্কের কাছে হোঁচট খেতে হয় জার্মানির। লিড নেয়া আর সমতায় ফেরার খেলায় জার্মানিকে রুখে দিল তুরস্ক।

ভিডিওতে ম্যাচের গোলগুলো দেখুন–

 

এই বিভাগের আরও খবর

অবসর ভেঙে অ্যাশেজে ফিরলেন মঈন আলি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅবশেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধের ঢেঁকি গিলেছেন স্পিন অলরাউন্ডার মঈন আলি। টেস্ট ক্রিকেট থেকে ২০২১ সালেই অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু

মাদ্রিদ ছেড়ে যাওয়াটা কষ্টের: বেনজেমা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  করিম বেনজেমার বিদায়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। তার পরেও ভবিতব্য মেনে নেওয়াটা কষ্টের। একই অনুভূতি কাজ করছে রিয়াল মাদ্রিদ লিজেন্ড করিম বেনজেমারও।

বার্লিনে পদক জয়ের আশা স্পেশাল অলিম্পিক দলের

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  চার বছর পর আবারও স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার গেমস হচ্ছে জার্মানির বার্লিনে। ২০১৯ সালে আবুধাবির ধারাবাহিকতায় এবারও

৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে ফ্রেঞ্চ ওপেনে বিতর্কে জড়ালেন জোকোভিচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান

বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। বাংলাদেশে আসার বিষয়টি আজ মার্তিনেজ নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী

%d bloggers like this: