অনলাইন ডেস্ক:
প্রীতি ম্যাচে জার্মানি বনাম তুরস্কের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ ফুটবলবিশ্ব।
৯০ মিনিটের যুদ্ধে জিতল না কেউ। তবে অনেকের মতে, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল তুলনামূলক কম শক্তিশালী দল তুরস্ক।
বুধবার রাতে প্রীতি ম্যাচে ৩-৩ গোলে ড্র হয়েছে জার্মানি বনাম তুরস্কের ম্যাচটি।
৬ গোলের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হতে যাচ্ছিল। যোগ করা সময়ে হঠাৎ গোল করে বসেন জার্মানির জুলিয়ান ড্র্যাক্সলার।
ফলে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
আর দ্বিতীয়ার্ধে নেমেই ৪৯ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন তুরস্কের ওজান তুফান।
৫৮ মিনিটে জার্মানির সমর্থকদের মুখে হাসি ফোটান জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান নেওহাস। এটি ছিল নেওহাসের অভিষেক ম্যাচ।
২-১ স্কোরলাইন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানি। ৬৮ মিনিটে এফেকান কারাকা জার্মানির জালে বল জড়িয়ে ২-২ সমতায় আনেন।
এবার ফের লিড নিতে মরিয়া হয়ে ওঠেন জোয়াকিম লোর শিষ্যরা।
৮১ মিনিটে সফল হন জার্মানির লুকা ওয়াডসমিত। ৩-২ গোলের ব্যবধানে শেষ হাসি ফুটছে জার্মানিরই– এমন ধারণাই করা হচ্ছিল।
কিন্তু তীরে এসে তরী ডোবানোর মতোই ঘটল ঘটনা। ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে তুরস্ক হয়ে গোল শোধ করে জার্মানি সমর্থকদের হাসি কেড়ে নেন কেনান কারামান।
স্কোরলাইনে যখন ৩-৩ গোল লেখা উঠতে না উঠতেই বাঁশি বাজান রেফারি।
ফলে তুরস্কের কাছে হোঁচট খেতে হয় জার্মানির। লিড নেয়া আর সমতায় ফেরার খেলায় জার্মানিকে রুখে দিল তুরস্ক।
ভিডিওতে ম্যাচের গোলগুলো দেখুন–