বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের পেনাল্টিতে রিয়ালের জয়

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে রিয়াল বেটিসের মুখোমুখি হয় জিনেদিন জিদানের শিষ্যরা। এদিন শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টিতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

বেটিসের মাঠে ১৪ মিনিটেই লিড নিয়েছিল রিয়াল। এ সময় করিম বেনজেমার ক্রসে পা লাগিয়ে দারুণ এক গোল করেন ফ্রেডেরিকো ভালভার্দে। অবশ্য এরপর দারুণভাবে ম্যাচে ফেরে বেটিস। ৩৫ মিনিটে আইসা মান্ডি ও ৩৭ মিনিটে উইলিয়াম কারভালহো গোল করে এগিয়ে নেন বেটিসকে। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা।

বিরতির পর ৪৮ মিনিটে বেটিসের এমারসন আত্মঘাতী গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কেবল আত্মঘাতী গোলই করেননি তিনি, ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় দশজনকে নিয়েই খেলতে হয় বেটিসকে।

 

পরে ম্যাচের ৮২ মিনিটে মার্কো বাত্রা বক্সের মধ্যে রিয়ালের বোর্জা মায়োরালকে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রক্তচক্ষু নিয়ে এই পেনাল্টির বিরোধিতা করে বেটিস। রেফারি বাধ্য হন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআরের সহায়তা নিতে। ভিএআরে টিকে যায় পেনাল্টি। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে কাঙ্খিত জয় উপহার দেন সার্জিও রামোস।

এই জয়ে দুই ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ দাঁড়ালো ৪ পয়েন্ট।

এই বিভাগের আরও খবর

অবসর ভেঙে অ্যাশেজে ফিরলেন মঈন আলি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅবশেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধের ঢেঁকি গিলেছেন স্পিন অলরাউন্ডার মঈন আলি। টেস্ট ক্রিকেট থেকে ২০২১ সালেই অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু

মাদ্রিদ ছেড়ে যাওয়াটা কষ্টের: বেনজেমা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  করিম বেনজেমার বিদায়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। তার পরেও ভবিতব্য মেনে নেওয়াটা কষ্টের। একই অনুভূতি কাজ করছে রিয়াল মাদ্রিদ লিজেন্ড করিম বেনজেমারও।

বার্লিনে পদক জয়ের আশা স্পেশাল অলিম্পিক দলের

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  চার বছর পর আবারও স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার গেমস হচ্ছে জার্মানির বার্লিনে। ২০১৯ সালে আবুধাবির ধারাবাহিকতায় এবারও

৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে ফ্রেঞ্চ ওপেনে বিতর্কে জড়ালেন জোকোভিচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান

বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। বাংলাদেশে আসার বিষয়টি আজ মার্তিনেজ নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী

%d bloggers like this: