রাজশাহী নিউজ টুডে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে ১৪ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ।
কাউন্সিলর আনোয়ার বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় একদিন দেশকে এভাবেই উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এবং শক্তিশালী করে তুলবে দেশের ও বিশ্ব দরবারে।
আলোচলা সভাটি সঞ্চালনা করেন ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সহ-সভাপতি মো: লিয়াকত কাদির কুমকুম। এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীনসহ ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক, মাহিলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দেশরত্ন শেখ হাসিনার জীবনী কিছু বই সাধারণ মানুষের হাতে তুলে দেন।