অনলাইন ডেস্ক:
করোনায় শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পার্ক বা খেলার মাঠে নিয়ে যেতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন অবহেলার শিকার না হয় তাও নিশ্চিত করতে বলেছেন তিনি। বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজকের শিশুদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর নেতৃত্ব। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় বিশ্ব শিশু দিবস।
তবে বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনার কারণে বিশ্ব শিশু দিবস এবং জাতীয় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন হলো সংক্ষিপ্ত পরিসরে, ভার্চুয়াল প্লাটফর্মে।
গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তৃতায় সরকার প্রধান বলেন, শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের সব ধরনের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ঘরে বসে থেকে শিশুদের বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।
শিশুদের জন্য দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।