রাজশাহী নিউজ টুডে:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য শিবলী নোমানকে রাজশাহী ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অধিশাখা-৩ এর উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিবলী নোমান সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিত্বি করবেন। রোববার থেকেই তার এই নিয়োগ কার্যকর হয়েছে।
শিবলী নোমান যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।
তার এই নিয়োগে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু ও সামাদ খান অভিনন্দন জানিয়েছেন।#