শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শাহজালালের প্রবেশমুখে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

স্বাধীনতার ৪৯ বছর পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে। আগামী ১ অক্টোবর এই ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে বিমানপথে বাংলাদেশে প্রবেশকারী এবং বাংলাদেশ থেকে বাইরে যাওয়া দেশি-বিদেশি নাগরিকরা দেখতে পাবেন বাংলাদেশের স্থপতিকে। জানতে পারবেন বঙ্গবন্ধু সম্পর্কে। যার হাত ধরে এবং বলিষ্ট নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। বিমানবন্দর ব্যবহার করে যাতায়াতকারীরা এবং নতুন প্রজন্মও জানতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্রে জানা গেছে, মুজিব জন্মশতবার্ষিকীতে সিএএবির চেয়ারম্যানের উদ্যোগে প্রথমবারের মতো দেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর ম্যুরালের নকশা তৈরি এবং নির্মাণ কাজ শুরু হয়। সূত্রে জানা গেছে, বিমানবন্দর সড়কের গোলচত্বর থেকে বাম দিকে বিমানবন্দরে ঢুকতেই মাত্র কয়েকগজ ভিতরে বিমানবন্দরের মূল গোলচত্বরে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে জাতির পিতার ম্যুরাল। সিএএবির প্রধান প্রকৌশলী আবদুল মালেক বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ম্যুরালটির সার্কেল হচ্ছে ৩০ ফুট বাই ৪৩ ফুট। মূল ডায়ামিটার হচ্ছে ২৫ ফুট, যার ওপর স্থাপন করা হয়েছে ম্যুরাল। দৃষ্টিনন্দন এই ম্যুরালটি মাটি থেকে ১৪ ফুট উঁচু। বিমানবন্দরে প্রবেশ এবং বের হওয়ার পথে দুই দিক থেকে দেখা যাবে বঙ্গবন্ধুর ম্যুরাল। এটির নকশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ওরিয়েন্টাল আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ। এই ম্যুরালের নকশা করার জন্য সিএএবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে নকশাবিদকে। সিএএবি সূত্রে আরও জানা গেছে, ম্যুরালটির দুই পাশে বঙ্গবন্ধুর দুই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে। একপাশে রয়েছে মুজিব কোট পরিহিত বঙ্গবন্ধুর একটি ছবি, যাতে বঙ্গবন্ধুর চোখে চশমা নেই। ম্যুরালের অপরপাশে ব্যবহার করা হয়েছে চাদর গায়ে বঙ্গবন্ধুর আরেকটি ছবি, যেটিতে বঙ্গবন্ধুর চোখে চশমা রয়েছে। ম্যুরালের দুই পাশেই ছবির ওপরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং নিচে ‘ফাদার অব দ্য নেশন’ লেখা রয়েছে। দৃষ্টিনন্দন এই ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকেই তুলে ধরা হয়েছে দেশি-বিদেশি নাগরিক এবং নতুন প্রজন্মের কাছে।

এই বিভাগের আরও খবর

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। অব্যাহতভাবে দেশ এগিয়ে যাচ্ছে,

মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার। বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.

দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন একটি যুদ্ধ-বিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ

আইওসিইন্ডিও সভাপতি পদে পুনর্নির্বাচিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন আইওসি রিজিওনাল কমিটি ফর দি সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেন (আইওসিইন্ডিও)-এর সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমান সভাপতি হিসেবে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে

নির্বাচনের প্রস্তুতি নিতে সিইসির নির্দেশ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে আগেভাগে প্রস্তুতি নিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি নির্বাচনের সব

স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন স্বল্পোন্নত থেকে মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রধানমন্ত্রীর দফতরের মুখ্য সচিব মো. তোফাজ্জেল