রাজশাহী নিউজ টুডে ডেস্ক
করোনাকালে আইসোলেশনের নিয়ম ভেঙে জাতীয় দলে যোগ দেয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোসহ জুভেন্টাসের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় শাস্তির মুখে পড়তে পারেন।
ক্লাবের দু’জন স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় গত শনিবার থেকে তুরিনের একটি হোটেলে জুভেন্টাসের পুরো দলকে আইসোলেশনে রাখা হয়েছিল। অনুশীলন বা খেলতে বাধা না থাকলেও বাইরের কারও সংস্পর্শে আসার সুযোগ ছিল না রোনাল্ডোদের।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কোভিড নীতিমালা অনুযায়ী তাদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা ছিল। বেশ কিছু শর্ত পূরণ করে ক্লাবের অনেকেই তুরিন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাতীয় দলে যোগ দিয়েছেন। কিন্তু রোনাল্ডো ও দিবালার মতো কয়েকজন নিয়মের তোয়াক্কা করেননি।
সর্বশেষ করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগেই স্বাস্থ্য কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে হোটেল ছেড়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা। কোভিড নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বেন রোনাল্ডোরা।