মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
রাসিক নির্বাচন: কাউন্সিলর কার্যালয়ের সম্পদ-লোকবল না ব্যবহারের নির্দেশ শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু রাকাব আরডিএ রেল ভবন ও শিক্ষাবোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটনের মতবিনিময় মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণা সভা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাজশাহীর চারঘাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস পালিত আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা আমদানির খবরে ঝাঁজ কমেছে পেঁয়াজের রাসিক নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১৬ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ

শয্যা ফাঁকা করোনা হাসপাতালের

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

শূন্য হয়ে পড়ছে কভিড-১৯ আক্রান্তদের জন্য নির্ধারিত হাসপাতালগুলো। গতকাল সারা দেশে করোনা হাসপাতালের সাধারণ শয্যা ৭৯ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা ৫৪ শতাংশই ফাঁকা ছিল। রোগী না থাকায় ৬টি হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

দেশে প্রতিদিনই কমছে করোনা শনাক্তে নমুনা টেস্টের সংখ্যা। গতকাল টেস্ট হয়েছে ১১ হাজার ২৫৬টি। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ। ধীরে ধীরে কমছে সংক্রমণ হার। তবে মৃত্যুহার এখনো আশঙ্কাজনক। গতকাল মারা গেছেন ১৭ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রোগী কমে যাওয়ায় আমরা ১২টি কভিড হাসপাতালকে নন-কভিডে রূপান্তর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে ৬টি হাসপাতালে করোনা সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
রোগী না থাকায় এ হাসপাতালগুলোয় অনেক শয্যা ফাঁকা থাকত। এজন্য করোনা চিকিৎসা বন্ধ করে সাধারণ চিকিৎসা দেওয়া হবে।’

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনো দেশে শনাক্তের হার টানা তিন সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যায়। সে হিসেবে দেশের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা না আসা পর্যন্ত নতুন এ ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধির মধ্যে আছে বাইরে বের হলে মাস্ক পরা, কিছু সময় পরপর সাবানপানি দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং লোকসমাগম এড়িয়ে চলা। এসব একসঙ্গে মেনে চলতে হবে। কিন্তু এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮০ হাজার ৪৮১। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৭২ জন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে শয্যা ফাঁকা থাকলেও যাচ্ছেন না রোগীরা। গত আগস্ট থেকে করোনা টেস্টেও দেখা দিয়েছে ধীরগতি। ২২ আগস্ট নমুনা টেস্ট হয়েছে ১১ হাজার ৩৫৬টি। শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। মারা গেছেন ৪৬ জন। মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। ২৩ আগস্ট নমুনা টেস্ট হয়েছে ১০ হাজার ৮০১টি। শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭৩ জন। শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। মারা গেছেন ৩৪ জন। মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। ২৪ আগস্ট করোনা টেস্ট হয়েছে ১৩ হাজার ৩৮২টি। শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। সংক্রমণ হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। মারা গেছেন ৪২ জন। মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। ২৫ আগস্ট করোনা টেস্ট হয়েছে ১৪ হাজার ১৫৩টি। শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। মারা গেছেন ৪৫ জন। মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২২ সেপ্টেম্বর নমুনা টেস্ট হয়েছে ১৪ হাজার ১৬৪টি। করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৫৫৭ জন। সংক্রমণ হার ১০ দশমিক ৯৯ শতাংশ। মারা গেছেন ২৮ জন। মৃত্যুহার ১ দশমিক ৪২ শতাংশ। ২৩ সেপ্টেম্বর নমুনা টেস্ট হয়েছে ১৪ হাজার ১৫০টি। শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। সংক্রমণ হার ১১ দশমিক ৭৭ শতাংশ। মারা গেছেন ৩৭ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ। ২৪ সেপ্টেম্বর নমুনা টেস্ট হয়েছে ১২ হাজার ৯০০টি। শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। সংক্রমণ হার ১১ দশমিক ৯৪ শতাংশ। মারা গেছেন ২৮ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ। ২৫ সেপ্টেম্বর নমুনা টেস্ট হয়েছে ১২ হাজার ৪৭৩টি। শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। সংক্রমণ হার ১১ দশমিক ০৯ শতাংশ। মারা গেছেন ২১ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।

দুই মাসের করোনা টেস্ট ও সংক্রমণ বিবেচনায় দেখা যাচ্ছে ১০ হাজার থেকে ১৪ হাজারের মধ্যে ওঠানামা করেছে করোনা নমুনা টেস্ট। তবে কমেছে সংক্রমণ হার। ২২ আগস্ট সংক্রমণ হার ছিল ১৯ দশমিক ৯৫ শতাংশ। ২২ সেপ্টেম্বর সংক্রমণ হার নেমে এসেছে ১০ দশমিক ৯৯ শতাংশে। ২৩ আগস্ট শনাক্তের হার ছিল ১৮ দশমিক ২৭ শতাংশ। ২৩ সেপ্টেম্বর সংক্রমণ হার কমে এসেছে ১১ দশমিক ৭৭ শতাংশে। তবে কমেনি মৃত্যুহার। ২২ আগস্ট মারা গেছেন ৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। ২৩ আগস্ট মারা গেছেন ৩৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। ২২ সেপ্টেম্বর মারা গেছেন ২৮ জন। মৃত্যুহার ১ দশমিক ৪২ শতাংশ। ২৩ সেপ্টেম্বর মারা গেছেন ৩৭ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ। তথ্যানুযায়ী শনাক্ত বিবেচনায় মৃত্যুহার বেড়েছে দেখা যায়। ৮ অক্টোবর ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জনের, সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ২০ জন। সংক্রমণ হার ১১ দশমিক ৪৩ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে টেস্ট বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। টেস্ট করে আক্রান্তদের আলাদা করতে হবে। তাহলে একজন থেকে একাধিক ব্যক্তি করোনা সংক্রমিত হতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কমছে টেস্টের সংখ্যা। টেস্ট কম হলে আক্রান্ত, পিক টাইম কিংবা সেকেন্ড ওয়েভ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়।’

এই বিভাগের আরও খবর

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনশ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় ড. ইউনূসসহ চারজনের

আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুননানামুখী ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচনটা চ্যালেঞ্জের হবে জানিয়ে নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী

সবচেয়ে বড় বাজেট দিয়েছি, তা বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম।

তীব্র দাবদাহের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনতীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। রোববার (৪ জুন)

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনরাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ সকালে তুর্কিয়ের রাজধানী আঙ্কারায়

%d bloggers like this: