লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আর ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ইতোমধ্যে বাংলাদেশিসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাকিদের খোঁজে অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়ারা বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, সিরিয়াসহ সাতটি দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে । তাদের লিবিয়ার একটি ক্যাম্পে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে।