নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দিলিপ কুমার দাস আজ রবিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দিলিপ কুমার দাসের শেষকৃত্য অনুষ্ঠান আজ রবিবার বেলা ৩টায় পঞ্চবটি মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন সহ নেতৃবৃন্দ।