নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে আজ শনিবার সকালে উগ্রপন্থা, সহিংসতা প্রতিরোধে মাস্ক বিতরণ হাত ধোয়া ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করা হয়েছে।
শান্তি, সম্প্রীতিময় ও সহনশীল সমাজ গঠনে যুব উদ্যোগ এই বিষয় নিয়ে নগরীর চন্ডিপুরে অত্র ওয়ার্ড কার্যালয়ের সামনে ৭নং ওয়ার্ড পিস ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন অত্র ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ঠার সহযোগিতায় অনুষ্ঠানে পিস ক্লাব সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ঠার ফিল্ড অফিসার আতিয়া তানসিমা, পিস ক্লাব সাধারণ সম্পাদক সুকতারা আক্তার নিপা, সহ-সভাপতি ঝর্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আলী, ক্যাশিয়ার শফিকুল আলম, প্রচার সম্পাদক সেজান আলী, সদস্য শরিফুল ইসলাম, ঝর্না খাতুন ও শেখ মোহাম্মদ আন্দোলন তুষারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, পৃথিবী জুড়ে কোভিড-১৯, করোনা ভাইরাস এখনো ভয়াবহ ভাবেই চলমান রয়েছে। বাংলাদেশেও প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে এবং বেশ কিছু মানুষ মারা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বাদে সরকারী অফিস, আদালতসহ সব ধরনের প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। সেইসাথে চলমান রয়েছে সকল প্রকার যানবাহন। সামনে আনছে শীত।
এই শীতে করোনা আবার ভয়ংকার আকার ধারন করতে পারে বলে প্রধানমন্ত্রী শতর্ক করেছেন। ফলে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পড়তে হবে বলে জানান তিনি। সেইসাথে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পরামর্শ দেন প্রধান অতিথি।
এছাড়াও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে উগ্রপন্থা ও সহিংসতা পরিহার করতে জনগণকে আহবান জানান তিনি। এদিকে একই ধরনের কর্মসূচী রাসিক ৬নং ওয়ার্ডেও হয় বলে জানান বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ।