রাজশাহী নিউজ টুডে:
রাজশাহী নগরীর সিরোইলে অবস্থিত রেলওয়ে হাসপাতালের একজন ফার্মাসিস্টের বিরুদ্ধে সরকারি ওষুধ চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই ফামাসিস্টের নাম টুম্পা সরকার। গতকাল রবিবার হাসপাতাল এলাকায় সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে রেলওয়ের নিরাপত্তা শাখার সদস্যরা এসে বিষয়টি সরেজমিনে দেখে গেছেন এবং আজ সোমবার হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানা গেছে।
সূত্র মতে, রেলওয়ের এই হাসপাতালটিতে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা বেসা প্রদান করা হয়। টুম্পা তার সাথে থাকা একজন নারীর ব্যাগে করে অনেকগুলো সরকারি ওষুধ পাচার করছিলেন। তবে সেই ওষুধের সংখ্যা বা পরিমাণ জানা জায়নি। টুম্পা সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বহুদিন থেকে এভাবে হাসপাতাল থেকে সরকারি ওষুধ অবৈধ ভাবে পাচার করে আসছেন। আর এই অভিযোগের ভিত্তিতেই তাকে ও তার সাথে থাকা ওই নারীকে রবিবার সন্ধ্যায় তল্লাশির জন্য চার্জ করে নিরাপত্তা কর্মীরা। তবে এঘটানয় হাতেনাতে ধরার পরো অদৃশ্য কারণে কর্তৃপক্ষ সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে হাসপাতালের প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারী জানান, রবিবার অফিস ছুটির পর অভিযুক্ত ফার্মাসিস্ট টুম্পা সরকার তার সাথে বাইরের একজন নারীকে নিয়ে বের হচ্ছিলেন। এসময় অফিসে উর্ধ্বতন কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। কয়েকজন নিরাপত্তা কর্মীর সন্দেহ হলে রেলওয়ে হাসপাতালের প্রধান ফটকের কাছে টুম্পার সাথে থাকা ওই নারীকে তার ব্যাগের ভেতরটা দেখাতে অনুরোধ করেন। তবে তিনি তার ব্যাগ দেখানে রাজি হননি। পরে টুম্পা সরকারসহ ওই নারীকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে টুম্পা সরকার মোবাইল করে হাসপাতাল এলাকায় বাইরের কয়েকজন যুবককে ডেকে আনেন। এদিকে হাসপাতালের ভেতরে একটি কক্ষে নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলার সময় তিনি হাসপাতালটির ডিভিশনাল মেডিকেল অফিসার (ডিএমও) ডা. এসএম মারুফ আলমকে মোবাই করে বিষয়টি জানান। পরে টুম্পা সরকার ও ওই নারীকে ছেড়ে দেয়া হয়। হাসপাতাল থেকে বের হয়ে টুম্পা সরকার অপরিচিত এক যুবকের সাথে মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় নিরাপত্তা কর্মীদের সাথে কথা হলে তারা কিছু বলতে রাজি হননি।
রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডেকেল অফিসার (ডিএমও) ডা. এসএম মারুফ আলম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় তাকে মোবাইল করেন টুম্পা সরকার নিজে। সোমবার অফিসে গিয়ে পুরো ঘটনা সকলের কাছ থেকে শোনার পর এবিষয়ে পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আর এবিষয়ে কথা বলতে চিফ কমাণ্ডিং অফিসার আশরাফুল ইসলামের সাথে কথা বলতে একাধিক বার তার মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগ প্রসঙ্গে ফার্মাসিস্ট টুম্পা সরকার জানান, এটা ভুল তথ্য। এমন কিছুই ঘটেনি।