রাজশাহী নিউজ টুডে:
রাজশাহী মহানগর মহিলা আ, লীগ এর কৃষি বিষয়ক সম্পাদক জাহানারা বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বতমানে তিনি সংকটাপন্ন অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে ।
বুধবার ১২ টায় কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগ মহানগর মালিহা জামান মালা তাকে দেখতে যান।
আজ ঢাকা থেকে এসে বেলা ১২ টার সময় সিরোইল কলোনী আপার বাসায় গিয়েছিলেন তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগ মহানগর মালিহা জামান মালা তাকে দেখতে যান।
তিনি বলেন আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক সেই সংগঠনের কোন নেত্রী কিংবা কর্মী সুস্থ থাকবে তার পাশে আমরা দাঁড়াবো না এমন হতে পারে। তাই তিনি সবসময় কর্মীদের পাশে ছিলেন এবং থাকবেন বলেন।।
অসুস্থ জাহানারার আশু সুস্থতা কামনা করেন তার ও পরিবারকে সান্ত্বনা দেন। জাহানারা বেগম ২৫ বছর থেকে আ’লীগের রাজনীতির কর্মী। দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃসময়ের মাঠ পর্যায়ে কর্মী হিসেবে কাজ করেছেন এবং দলকে সুসংগঠিত করে ছিলেন।