রাজশাহী নিউজ টুডে:
বিগত ২৯ এ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এর নতুন কমিটি নির্বাচন এর ফলাফল ঘোষনা করা হয়। এর পরপর ই শুরু হয় পূর্নাঙ্গ নির্বাহী কমিটি ঘোষনা করার কার্যক্রম।
এবারের পূর্নাঙ্গ কমিটি নির্বাচন করার প্রক্রিয়া ছিলো বিগত বছরগুলো থেকে পুরোপুরি ভিন্ন। এ বিষয়ে রাবি ক্যারিয়ার ক্লাব এর বর্তমান সভাপতি বলেন প্রতিটি সদস্যর জন্য সমান সুযোগ নিশ্চিত করে যোগ্য নির্বাহী সদস্য নির্বাচন এর জন্য এবার এ ভিন্ন ধরনের আয়োজন।
এ বছর পূর্ণ কমিটি এবং নির্বাহী সদস্য হিসেবে স্থান পেতে মোট ৬৪ জন সদস্য আবেদন করেন। নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন ২৩ জন সদস্য।২৩ সদস্যর এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ১০ জন সিনিয়র এবং ১৩ জন জুনিয়র নির্বাহী নিয়ে।
নতুন এই দায়িত্বে নিয়োজিত হয়েছেন যথাক্রমেঃ
অর্থ সম্পাদক: সাইয়েদুর রহমান, অর্থ সহায়তা সম্পাদক: মোঃ জান্নাতুল ফেরদাউস, এইচআর ও উন্নয়ন সম্পাদক: রকিবুজ্জামান, এইচআর ও উন্নয়ন সহকারী সম্পাদক: খন্দোকার অভিষেক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মাহমুদ আজিজ, ইভেন্ট ম্যানেজমেন্ট সহকারী সম্পাদক: আহমেদ আর রাফি, আয়েশা আক্তার, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক: এমজিএম শাহরিয়ার, প্রচার ও ব্র্যান্ডিং সহকারী সম্পাদক: প্রদ্যুত কুমার পল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক: মিজানুর রহমান তাসিব, মিডিয়া ও পাবলিকেশন সহকারী সম্পাদক: শুভঙ্কর শুভ, সার্ভিস এবং লজিস্টিক বিষয়ক সম্পাদক: মোঃ নাজমুল হোসেন, সার্ভিস এবং লজিস্টিক সহকারী সম্পাদক: মেহেদী হাসান হৃদয়, কমিউনিকেশন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পাদক: ফারিয়া নৌশিন
তৃপ্তি,কমিউনিকেশন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স সহকারী সম্পাদক: রাইতা ইসলাম, মেহেদী হাসান, আইসিটি ও প্রচার সম্পাদক: রাহাত হোসেন আইসিটি ও প্রচার সহকারী সম্পাদক: ইসতিয়াক নিশান, সংস্কৃতি ও অপারেশন সম্পাদক: মোবাচ্ছিরা মিম, সংস্কৃতি ও অপারেশন সহকারী সম্পাদক: জিনান জেরিন,সানজিদা উষ্ণ, ডকুমেন্টেশন সম্পাদক: মোঃ অর্ণব দেবনাথ, ডকুমেন্টেশন সহকারী সম্পাদক: রাজিব হোসেন
এবারের এই প্রক্রিয়া সম্পাদন করা হয় তিনটি ধাপে,
প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর যেখানে অনলাইনে ফর্ম-ফিলাপ করার দ্বারা আবেদনকারীর প্রত্যাশিত পদ জানা হয় এবং কিছু প্রশ্নের দ্বারা আবেদনকারীর প্রত্যাশিত পদ ও ক্লাব এর ব্যাপারে জ্ঞান যাচাই করা হয় ।
দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর যেখানে আবেদনকারীকে অনলাইন এ সিচুয়েসন অ্যানালাইসিস কেস সমাধান করতে দেয়া হয়।
তৃতীয় ধাপ অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর থেকে। এ ধাপে আবেদনকারীদের সরাসরি অনলাইন এ ভাইভা নেয়া হয়। এই ভাইভা প্রক্রিয়া চলে ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
আর এভাবেই সম্পূর্ণ নতুনত্বের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এর পূর্নাঙ্গ কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পাদন হয়।