রাজশাহী নিউজ টুডে:
স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় রাজশাহী বিভাগে প্রথমবারের মতাে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যেগে আগ্নেয়াস্ত্র ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন রাজশাহী বিভাগে প্রথমবারের মতো রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। এর আওতায় ফায়ার আর্মস সহ সকল ধরনের ডিলিং লাইসেন্স প্রদান কার্যক্রম বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পথে একটি মাইলফলক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকল ডিলিং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়াটি স্পেক্টর আইটি সলিউশন এর কারিগরি সহযোগিতাই ওয়ান স্টপ সার্ভিস মডেল এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে ২০ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ১০টি ফায়ার আর্মসের স্মার্ট কার্ড ও ১০টি ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করেন বিভাগীয় কমিশনার।
জেলা প্রশাসন রাজশাহী কর্তৃক ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে লাইসেন্সের স্মার্ট যুগে প্রবেশ করল রাজশাহী বিভাগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ), অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি , রাজশাহী জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।