নিজস্ব প্রতিবেদক:
‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ।’ এই প্রতিপাদ্যে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কলেজের মনোবিজ্ঞান বিভাগের উদ্দ্যোগে প্রধান ফটকের সামনে মানববন্ধন পালিত হয়।
পরে দিবসটি উপলক্ষে ‘করোনাকালীন মানসিক স্বাস্থ্য’ বিষয়ে জুম অ্যপসের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি অনলাইন সেমিনার অনুষ্ঠত হবে। সেমিনারে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
করোনাকালীন মানসিক স্বাস্থ্য এবং সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ বিষয়ের ওপর প্রবন্ধ পাঠ করেন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রমথ চন্দ্র সরকার। তিনি আলোচানায় করোনাকালীন পরিস্থিতির কারণে সকল শ্রেণির মানুষের উপর যেসকল প্রভাব পড়েছে সেগুলো এবং সেগুলোকে মোকাবেলায় মনোবৈজ্ঞানী দিকসমূহ সম্পর্কে আলোকপাত করেন। তিনি সকলকে এবছরের প্রতিপাদ্যকে স্মরণ রেখে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতনতা ও উদ্দ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বরোপ করেন।
সভাপতির বক্তব্যে মনোবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাস বলেন, করোনাকালীন সময়ে শারীরিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা মানসিক স্বাস্থ্যের ওপর অনেক অংশেই নির্ভরশীল। এই অনলাইন সেমিনারে প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থী অংশ নেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ সাইকোলজি এ্যাসোসিয়েশন (বিপিএ) রাজশাহী কর্তৃত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রথমবার এ দিবসটি পালন করা হয়।