রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যেসারাদেশের ন্যায় রাজশাহি সিটি করপরেশন ১৪ নং ওর্য়াডের সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু আজ।
রবিবার সকাল হতে ১৪ অক্টোবর ২০২০ (০৯ অক্টোবর শুক্রবার ব্যাতিত) ১০ দিন ব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৮.০০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।
সকালে ১৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার এর দিক নির্দেশনা ও তদারকিতে আজ ১৪ অক্টোবর সকাল ৮ টা হতে উপশহর ক্লাবঘরে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় শিশুদের ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহযোগিতা করেন ওয়ার্ড সচিব মোঃ শাহজাহান আলীসহ স্বাস্থ্য সহকারি ও সেচ্ছাসেবীগণ ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।