চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ
প্রতি বছরের মতো এবারেও রাজশাহী বাঘা উপজেলার ফেসবুক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা” তাদের ঐতিহ্য বজায় রেখে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
‘উৎসবে-দুর্যোগে নিশ্বাসে বিশ্বাসে, আমাদের বাঘা আপনার পাশে’
এই স্লোগান কে সামনে রেখে আমাদের বাঘা’ ফেসবুক গ্রুপ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় শুক্রবার ও শনিবার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাডমিন ও সিনিয়র সহকারী জজ (চাঁপাইনবাবগঞ্জ) সুমন কুমার কর্মকার, সিনিয়র এ্যাডমিন এস আর সাকিব রহমান, সিনিয়র এ্যাডমিন মুঞ্জু হাসপাতাল এর পরিচালক মিঠুন কুমার, আমাদের বাঘা ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন
মীর রাসেল ও
আমাদের বাঘা ফেসবুক গ্রুপ এর মডারেটর ও রেডিও বড়ালের সহকারী স্টেশন ম্যানেজার মাসুদ রানা।
উল্লেখ্য যে, আমাদের বাঘা ফেসবুক গ্রুপটি বিভিন্ন দূর্যোগের সময় খাদ্য সামগ্রী বিতরণ, সাধারণ মানুষের সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত সহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে।
এলাকাবাসী জানান এদের কার্যক্রমটি অব্বহত থাকলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে তারা মত প্রকাশ করেন।