রাজশাহী নিউজ টুডে:
রাজশাহীতে আলাদা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দুইজন ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও একই থানার আগলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিজুল হকের পুত্র শহিদুল ইসলামকে (৩১) এবং পুঠিয়া থানার শিবপুর জাগীরপাড়া গ্রামের এনামুল হকের পুত্র জিয়াউর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকে গত বছরের ৩১ জুলাই চারঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইন দায়ের করা মামলায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং-১ (চারঘাট) এ হস্তান্তর করা হয়েছে।