নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকাল ৫টায় কাকলী ললিতকলা একাডেমী মাঠে মিয়াপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার, আগমনী ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক মাসুদ খান।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সারুক একাদশ ও রানারআপ হয় সাবু স্মৃতি সংঘ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ডাবলু সরকার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।