নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (০৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী বেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
নিহতরা হলেন, বাখরাবাজ দক্ষিণপাড়া আনিসুরের মেয়ে মোসা. আইরিন (১২)। সে বেলঘরি আবদুল সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ও জিয়ারুলের মেয়ে মোসা. জিসা (৯)। সে বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আইরিন ও ভাগ্নি জিসা পুকুরে গোসল করতে যায়। কোন ভাবে তারা দুজনে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুকুরে অনেক খোঁজ করে উদ্ধার করতে পারেনি। পরে ফয়ার সার্ভিসকে জানালে তারা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।