রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে delicious sea food এ সুস্বাদু সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। রাজশাহীর বড়কুঠি পদ্মা গার্ডেনে সামুদ্রিক মাছের সমাহার। এতোদিন কক্সবাজার সমুদ্র সৈকত এর ধারে পাওয়া যেতো।
গতকাল শুক্রবার প্রথম দিনে দোকানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন এরকম তরুণ উদ্যোক্তা আমাদের শহরে আরো দিন দিন হওয়া প্রয়োজন কারণ বর্তমানে চাকরির আশায় না থেকে সেখান থেকে বেরিয়ে আসতে হলে এরকম তরুণ উদ্যোক্তা হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হাসনাত, নগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক আলম, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ দে, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন সরকার, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাস, তাসকিন পারভেজ সাতিল, সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সানি প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহীতে এই প্রথম কক্সবাজার থেকে উন্নত জাতের টুনা,রুপচাদা,স্যালমন,কাঁকরা,লইটা,লবস্টার,ফাইস্যা,সুরমা,স্কুইড,চিংড়ি, রেড স্নাপার বিভিন্ন প্রকারের মাছ আমদানি বড়কুঠিতে এখানে আপনি ও আপনাদের সহ-পরিবারের সকল বসে পুড়িয়ে ফ্রাই করে খাওয়ার ব্যাবস্থা ও পার্সেল সুবিধা রয়েছে।#