রাজশাহী প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ তারিখ রাত ৯ ঘটিকায় হেতেমখাঁ সবজিপাড়া সাত্তার ব্রাদাস মাঠে মুজিববর্ষ উপলক্ষে মুজা ও আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে নাইট ক্রিকেট টূর্নামেন্টে ২০২০ এর পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম
আরও উপস্থিত ছিলেন , সহ-সভাপতি জামাল হোসেন তোজাম , ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজাহার, সাধারণ সম্পাদক রুহল আমিন। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় মিস ইউ ধোনি এবং রানারআপ হয় সবজিপাড়া একতা সংঘ।
এসময় ট্রফি তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
খেলাটি সার্কেল মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন ১১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফাইসাল, সাধারণ সম্পাদক শোহান সহ নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী।#