নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে রাজশাহীর মোট দুই লক্ষ ৮৮ হাজার ২৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পক্ষকালব্যাপী (১ম রাউন্ড) পালন উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় সিভিল সার্জন অফিসের আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ এনামুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস
ক্যাম্পেইন ১ম রাউন্ডে রাজশাহী জেলায় ১৭৫৪ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ২৮ হাজার ৭০৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৫৯ হাজার ৫৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে সর্বমোট ৪১৬২ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।
যার মাঝে স্বাস্থ্য সহকারী ১৬৮ জন, সিএইচসিপি ২২৮ জন, পরিবার কল্যাণ সহকারী ২৭৮ জন, সেচ্ছাসেবক ৩৪৮৮ জন। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ এনামুল হক জানান, শিশুদের শারীরিক, মানসিকভাবে সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে পুষ্টিকর খাবার প্রয়োজন। এরই পাশাপাশি ভিটামিন এ প্লাস
ক্যাম্পেইনের গুরুত্ব রয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারি কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ কার্যক্রমটি পরিচালনা করা হবে। প্রতি বছরের মতো এবারো সকলের সহযোগিতায় রাজশাহী জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সাফল্য ধরে রাখতে চাই। তিনি বলেন,‘এজন্য সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। এবার নয়টি উপজেলায় মোট দুই লক্ষ ৮৮ হাজার ২৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এবার বাইরের আমদানি করা ক্যাপসুল নয়! বাংলাদেশের তৈরি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। করোনায় স্বাস্থসচেতনতায় একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর পরে সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুয়ে আরেকটি শিশুকে খাওয়ানো হবে। যদি কোন শিশুর পরিবারের সদস্য করোনা পজেটিভ থাকে তবে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের দিয়েই ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানের প্রেজেন্টেশনে উপস্থাপন করেন এমও (সিএস) ডা: বার্নাবাস হাসদাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা নূর মোহাম্মদ, জেলা কো-অর্ডিনেটর (এনআই) নাজমুল হক।।