নিজস্ব প্রতিবেদক :
হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে ১৯ ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সহযোগিতা আগের ন্যায় অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আজ সোমবার বেলা ১১টায় ১৯ ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে দিনের আলো হিজড়া সংঘের আয়োজরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
হিজড়া হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সবায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
প্রধান অতিথি বলেন, হিজড়া সমাজের কোন বিচ্ছেদ অংশ নয়। তারা আমাদেরই সন্তান। তাদের লেখাপড়া শেখাতে হবে। সেইসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সমাজে মাথা উঁচু দাঁড়াতে তাদের নেতৃত্ব প্রদানের সুযোগ সৃষ্টি এবং ক্ষমতায়িত করে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, একটি অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে কাজ করবে তারা। এটা হলে সামাজিক রীতি-নীতি, প্রথা ও চর্চা যা হিজড়াদের বৈষম্যমূলক এবং হিজড়া নারী পুরুষের মধ্যে সমতা আনতে বাধা গুলো দুর করতে সহযোগিতা করবে বলে বলে জানান প্রধান অতিথি।
অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রাহ্লুমা শারমিন সমাপ্তি ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক, ১৯নং ওয়ার্ড সচিব নূরুল ইসলাম ফয়সাল সমাজসেবী হাফিজা কেগম হ্যাপিসহ স্থানীয়রা।