নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুরে নগরীর বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন, নগরীর মতিহার থানাধীন নুর ইসলামের ছেলে আনাস আলী (২১)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগর এলাকায় মাদকমুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিনোদপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচার করার উদ্দেশ্যে ইজিবাইকের মধ্যে সিগারেটের খালি কার্টনে সংরক্ষিত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
এ নিয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।