রাজশাহী নিউজ টুডে:
“আমরা সবাই সোচ্চার বিশ^ হবে সমতার” প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা আনজুম মিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, এসিডি প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল সহ বিভিন্ন দপ্তরের অফিসার, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন আলোচনা সভায়।
জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা সভাপতিত্ব করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আবদুল জলিল।