রাজশাহী নিউজ টুডে:
রাজশাহীতে কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫টায় কুমারপাড়া সংলগ্ন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় রাজশাহী মহানগর কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডবলু সরকার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ তারিন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক কেন্দ্রীয় কৃষক লীগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে যেভাবে নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সকলকে ঠিক সেইভাবে দলগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নেত্রী হাতকে শক্তিশালী করে তুলতে হবে । এ সময় তিনি আরো বলেন আজকে যেভাবে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ শক্তিশালী হয়েছে সেইভবে রাজশাহী মহানগর কৃষকলীগ আরো শক্তিশালী করে তুলতে হবে এবং সকলকে এক সাথে কাজ করতে হবে।
উক্ত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন দলকে শক্তিশালী করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে । দলের জন্য কাজ করতে হবে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে । যারা দলকে ভালোবাসে তাদেরকে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন সকল বিভেদ ভুলে একটি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন গড়ে তুলতে হবে এবং মহানগর আওয়ামী লীগের অভিভাবক এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু । সভাপতিত্ব করেন মহানগর কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।