এ বছর রসায়নে যৌথভাবে নোবেলে পেয়েছেন দুই নারী রসায়নবিদ। তারা হলেন-ইমানুয়েল শার্পেন্তি ও জেনিফার ডুডনা।
ইমানুয়েল শার্পেন্তি জার্মানির বার্লিনে ম্যাক্স প্লাক ইউনিট ফর সায়েন্স অব প্যাথোজিনের পরিচালক। ১৯৬৮ সালে ফ্রান্সে ইমানুয়েলের জন্ম।
এদিকে, জেনিফার এ. ডুডনা যুক্তরাষ্ট্রের ইউসি বেরকেলেইর অধ্যাপক। তার জন্ম ওয়াশিংটন ডিসিতে, ১৯৬৪ সালে।