অনলাইন ডেস্ক:
অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির মামলা করা বাঙালি অভিনয়শিল্পী পায়েল ঘোষ উল্টো নিজেই এবার ফাঁসলেন মামলায়। এর আগে হুমা কুরেশি, রিচা চড্ডার মতো অভিনেত্রীরা অনুরাগের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন।
অনুরাগের যৌন হেনস্তা প্রসঙ্গে নাম জড়ানোয় সোমবার বঙ্গতনয়া পায়েল ঘোষের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন অভিনেত্রী রিচা চাড্ডা।
ওইদিনআদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক এ কে মেনন অভিনেত্রীর অভিযোগ শোনেন। রিচার আইনজীবি সবিনা বেদী সচার পায়েলের থেকে ১.১ কোটি টাকা জরিমানা দাবি করেন।
তবে এ সময় অভিনেত্রী পায়েল ঘোষের দিক থেকে কেউ উপস্থিত ছিলেন না। ভারতীয় গণমাধ্যম জানায় বুধবার ফের এই মামলার শুনানি হবে।
অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পেশ করার নির্দেশ দেয় আদালত। রিচার অভিযোগ অনুরাগকে জড়িয়ে তার নামে যা প্রচার করা হয়েছে তা শুধু ভিত্তিহীন এবং মিথ্যেই নয়, তার এত বছরের পরিশ্রমে তৈরি নাম এবং ক্যারিয়ারকেও তা ক্ষতিগ্রস্ত করেছে।
পায়েলের মন্তব্যের ফলে তার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আদালতকে জানান রিচা।