নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর নিজ উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার খোর্দ্দবাউশা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী।
এসময় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী বলেন, যুব সমাজকে সুসংগঠিত ও বিপথগামী হতে ফেরাতে খেলাধূলার কোন বিকল্প নাই। তাই আজ নিজ উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছি। আগামীতে আমরা শুধু ফুটবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকব না। প্রতি নিয়ত বিভিন্ন খেলার ব্যবস্থা গ্রহন করা হবে। এভাবে যুবসমাজকে একত্রিত করাই হবে আমাদের উদ্দেশ্য।
এছাড়া আওয়ামীলীগ নেতা নকিবুল ইসলাম নবাবা, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান রফিকুল ইসলাম, খোর্দ্দবাউশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান মতি, শিক্ষক আব্দুল লতিফ মাস্টারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গৌরীপুর ফুটবল একাদশ বনাম নীল ফুটবল একাদশ সিরাজগঞ্জের।